SEO কত প্রকার ও কি কি?
উত্তর: এস.ই.ও প্রধানত দুই প্রকার।
১.On Page Optimization:
অন পেইজ অপটিমাইজেশন হচ্ছে
এমন একটি পদ্ধতি যার মাধ্যমে
একটি সাইটকে সহজেই সার্চ
ইঞ্জিনের প্রথম পৃষ্ঠায় নিয়ে
আসা সম্ভব। এর জন্য অবশ্যই ত্তয়েব
সাইট ডিজাইন এবং ডেভলপমেন্টের
উপর কিছু হলেত্ত ধারণা থাকতে
হবে। HTML code, Meta tags,
Keyword ইত্যাদির সাহায্যে
একটি সাইটকে সহজেই সার্চ
ইঞ্জিন বান্ধব করে তোলা যায়।যে
সাইট যত সমৃদ্ধ হবে সেটি সার্চ
করতে গেলে প্রথম দিকে থাকবে।
২.Off Page Optimization:
অনপেইজ এর পাশাপাশি একটি
সাইটকে সার্চ ইঞ্জিনের ভালো
অবষ্থান ধরে রাখতে গেলে অবশ্যই
অফ পেইজ অপটিমাইজেন করতে
হবে। অনপেইজ এর মাধ্যমে সার্চ
ইঞ্জিন থেকে যে সকল সুযোগ-
সুবিধা গ্রহণ করতে পারা যায় না
অফ পেইজের মাধ্যমে অনেকাংশে
সফলতা অর্জন করা সম্ভবপর হয়।
কেননা অন লাইন অপটিমাইজেশনে
অনেক প্রতিযোগী। তবে যদি কেউ
এটি কে পরিপূর্ণ ভাবে কাজে
লাগাতে সক্ষম হয় তবে অবশ্যই
সফলতা আসবে। এই পদ্ধতিতে অকে
ভিজিটর পাওয়া সম্ভব এবং এর
ফলে সাইট এর অবস্থান ও ভালো
থকবে। Forum Posting, Article
Submit, Backlink Submit করা
ইত্যাদি অফ পেইজ অপটিমাইজেশন।
No comments:
Post a Comment