Thursday, March 2, 2017

জেনে নি, সিএসএস (CSS) কি?..

সিএসএস (CSS): CSS একটা
মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটি
নির্ধারণ করে দেয় ব্রাউজারের
যেই কন্টেন্ট HTML দ্বারা
প্রদর্শিত হবে সেটা দেখতে
কেমন হবে।

অর্থাৎ লেখাটার
ফন্ট কত বড় হবে। পাশে কতটুকু
জায়গা খালি থাকবে। একটা
লেখা থেকে আরেকটার দূরত্ব
কতটুকু হবে, এটির রঙ কি হবে
বেকগ্রাউন্ড কি হবে ইত্যাদি।
এমনকি সর্বশেষ CSS3 দিয়ে
কন্টেন্টে এনিমেশন ও যুক্ত
করা যায়।...

No comments:

Post a Comment