Thursday, March 2, 2017

জেনে নিন, এইচটিএমএল (HTML) কি?..

এইচটিএমএল (HTML): HTML
একটি মার্কআপ ভাষা।
ব্রাউজার কোন একটা
সাইটের ভিউয়ার যা দেখতে
পায় তা এইচটিএমএল দিয়ে
নির্ধারণ করা হয়ে থাকে।
এটি কোন প্রোগ্রামিং
ল্যাঙ্গুয়েজ নয়, বরং
যেকোনো প্রোগ্রামিং
থেকে অনেক সহজ। এটা
এতটাই সহজ যে যেকোনো
সাধারন মানুষ যে
প্রোগ্রামিং শিখতে চায় না,
সেও সহজেই HTML
শিখে নিতে পারে।

No comments:

Post a Comment