Wednesday, March 1, 2017

এখনি জেনে নিন! এস.ই.ও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন(SEO) কি ? এবং এর গুরুত্ব কি? [পর্ব:১]

এস.ই.ও বা সার্চ ইঞ্জিন
অপটিমাইজেশন(SEO) কি ?

উত্তর: আমরা প্রতিদিন ইন্টারনেট এ
অনেক বিষয় জানার জন্য গুগল এ
সার্চ করে থাকি যেমন-কোন
বই,গান,মুভি ইত্যাদি। তখন গুগল
আনেক গুলো রেজাল্ট দেখাই যেমন
ইমেজ/ভিডিও/পিডিএফ/ডকুমেন্ট
ইত্যাদি ওয়েব সাইট চলে আসে।
আমরা সাধারণত প্রথমের সাইট
গুলো ভিজিট করে থাকি। কিন্তু
গুগল এ আরো অনেক সাইট দেখাই
এবং প্রতিদিন আরো হাজারো নতুন
সাইট তৈরি হচ্ছে। এ ক্ষেত্রে
আমরা কোন সাইট বেছে নেব? সার্চ
ইঞ্জিন গুলোর তথ্য আর উপাত্তের
দিক দিয়ে সমৃদ্ধ সাইট গুলোকেই
অগ্রাধিকার দিয়ে থাকে। এই
সুযোগ সুবিধা গুলো পাওয়ার জন্য
সাইটটি বিভিন্ন পদ্ধতি অবলম্বন
করে ফলে সার্চ ইঞ্জিনের প্রথমে
আনা প্রয়োজন। এর ফলে অনেক
ভিজিটর পাওয়া সম্ভব। সার্চ
ইঞ্জিনে একটি সাইটকে
অন্তরর্ভূক্ত করে সারা বিশ্বে
ব্যবহারকারীদের সামনে একটি
সাইটকে পরিচিত করার
পদ্ধতিকে এস.ই.ও বা সার্চ ইঞ্জিন
অপটিমাইজেশন
(SEO / Search  Engine
Optimization)বলে। গুগল বা ইয়াহুতে
সাইট সাবমিট করেই কোন সাইটকে
প্রথম পৃষ্ঠায় আনা সম্ভব নয়।
এজন্য এস.ই.ও বা সার্চ ইঞ্জিন
অপটিমাইজেশন সম্পর্ক্যে
বিস্তারিত ধারণা ও তার প্রয়োগ
জানতে হবে।

[online earning এ SEO তে দক্ষতা 
সম্পন্ন ব্যক্তির গুরুত্ব অনেক]

No comments:

Post a Comment