Thursday, March 2, 2017

জেনে নিন, এইচটিএমএল HTML কেন শিখবেন..

ওয়েবের মূল ভিত্তি হচ্ছে
এইচটিএমএল। আপনি একজন
এফিলিয়েট মার্কেটার অথবা
একজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট
যাই হন না কেন আপনি নিজের
অজান্তে হলেও আসলে
এইচটিএমএল নিয়ে কাজ করছেন।
ওয়ার্ডপ্রেসে আপনি যখন কোন
পোস্ট করেন তারপর তা আসলে
ওয়েব ব্রাউজারে এইচটিএমএল
আকারেই প্রদর্শিত হয়। আবার
আপনি যখন অন্যের ওয়েবসাইট
ব্রাউজ করেন তখন তাও
এইচটিএমএল আকারেই দেখেন।
ব্রাউজার এইচটিএমএল ডাটাকেই
আপনার সামনে ভিজুয়ালি
প্রদর্শিত করে। এখন আপনি যদি
চান যে একটা সাইটের
ভালো ডিজাইন করতে, তাহলে
আপনি হয়তো একটা থিম কিনবেন
বা ফ্রি ব্যাবহার করবেন যা হয়তো
আরও অনেকেই ব্যবহার করছে, সেই
ক্ষেত্রে সাইটের ইউনিক
ডিজাইনের হল না। আবার আপনি
যদি একজন ওয়েব ডিজাইনার
হায়ার করে একটা কাস্টম থিম
করিয়ে নিতে চান তাহলে তাতে
অনেক বেশি খরচ পড়বে। কিন্তু এমন
যদি হয় যে আপনি একটা ফ্রি
ডিজাইনকে আপনার মত করে
পরিবর্তন করে নিয়ে তাকে ইউনিক
করতে পারলেন তাহলে কেমন হয়।
হালকা পাতলা এইচটিএমএল এবং
সিএসএস জানলেই আপনি এই
কাজটা করতে পারেন। এতে
আপনার টাকাও বাঁচলো আবার
সাইটের ডিজাইনও ইউনিক।...

No comments:

Post a Comment