Thursday, March 2, 2017

জেনে নিন, এইচটিএমএল HTML কেন শিখবেন..

ওয়েবের মূল ভিত্তি হচ্ছে
এইচটিএমএল। আপনি একজন
এফিলিয়েট মার্কেটার অথবা
একজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট
যাই হন না কেন আপনি নিজের
অজান্তে হলেও আসলে
এইচটিএমএল নিয়ে কাজ করছেন।
ওয়ার্ডপ্রেসে আপনি যখন কোন
পোস্ট করেন তারপর তা আসলে
ওয়েব ব্রাউজারে এইচটিএমএল
আকারেই প্রদর্শিত হয়। আবার
আপনি যখন অন্যের ওয়েবসাইট
ব্রাউজ করেন তখন তাও
এইচটিএমএল আকারেই দেখেন।
ব্রাউজার এইচটিএমএল ডাটাকেই
আপনার সামনে ভিজুয়ালি
প্রদর্শিত করে। এখন আপনি যদি
চান যে একটা সাইটের
ভালো ডিজাইন করতে, তাহলে
আপনি হয়তো একটা থিম কিনবেন
বা ফ্রি ব্যাবহার করবেন যা হয়তো
আরও অনেকেই ব্যবহার করছে, সেই
ক্ষেত্রে সাইটের ইউনিক
ডিজাইনের হল না। আবার আপনি
যদি একজন ওয়েব ডিজাইনার
হায়ার করে একটা কাস্টম থিম
করিয়ে নিতে চান তাহলে তাতে
অনেক বেশি খরচ পড়বে। কিন্তু এমন
যদি হয় যে আপনি একটা ফ্রি
ডিজাইনকে আপনার মত করে
পরিবর্তন করে নিয়ে তাকে ইউনিক
করতে পারলেন তাহলে কেমন হয়।
হালকা পাতলা এইচটিএমএল এবং
সিএসএস জানলেই আপনি এই
কাজটা করতে পারেন। এতে
আপনার টাকাও বাঁচলো আবার
সাইটের ডিজাইনও ইউনিক।...

অনলাইনে আয়ের বিভিন্ন উপায়..

অনলাইন আয়ের
কিছু উপায়ঃফ্রিল্যান্সিং নতুন
অনেকেই আসলে ফ্রিল্যান্সিং কে
একটা প্রফেশন
মনে করে। এটা কাজ করার একটা
সিস্টেম মাত্র। এখানে আপনি যে
কাজ জানেন বা করেন সেই কাজ
ফিক্সড সেলারির জবে না করে
নির্দিষ্ট সময়ের জন্য কারো
মাধ্যমে হায়ার হয়ে করবেন। যেমন
আপনি যদি ফটোগ্রাফার হয়ে
থাকেন তাহলে হঠাৎ কোন একটা
কোম্পানির কিছু প্রোডাক্টের
ছবি তোলার দরকার হলে তারা যদি
আপনাকে হায়ার করে তাহলে
আপনি ফ্রিল্যান্স ফটোগ্রাফার।
এখন ফ্রিল্যান্সিং হিসেবে
আপনি নানা কিছু করতে পারেন,
যেমনঃ ওয়েব ডিজাইন, গ্রাফিক
ডিজাইন, প্রোগ্রামিং, অনলাইন
মার্কেটিং, এসইও, রাইটিং,
এনালাইজিং ইত্যাদি।...

জেনে নিন, ওয়েব ডিজাইন কি? এবং কিভাবে?

ওয়েব ডিজাইন:
ওয়েব ডিজাইন মানে হচ্ছে একটা
ওয়েবসাইট দেখতে কেমন হবে বা
এর সাধারন রূপ কেমন হবে তা
নির্ধারণ করা। ওয়েব ডিজাইনার
হিসেবে আপনার কাজ হবে একটা
পূর্ণাঙ্গ ওয়েব সাইটের টেম্পলেট
বানানো। যেমন ধরুন এটার লেয়াউট
কেমন হবে। হেডারে কোথায় মেনু
থাকবে, সাইডবার হবে কিনা,
ইমেজগুলো কিভাবে প্রদর্শন করবে
ইত্যাদি। ভিন্ন ভাবে বলতে গেলে
ওয়েবসাইটের তথ্য কি হবে এবং
কোথায় জমা থাকবে এগুলো চিন্তা
না করে, তথ্যগুলো কিভাবে
দেখানো হবে সেটা নির্ধারণ
করাই হচ্ছে ওয়েব ডিজাইনার এর
কাজ। আর এই ডিজাইন নির্ধারণ
করতে ব্যাবহার করতে হবে কিছু
প্রোগ্রামিং, স্ক্রিপ্টিং
ল্যাঙ্গুয়েজ এবং মার্কআপ
ল্যাঙ্গুয়েজ।...

এখনি জেনে নিন, কেন শিখবেন ওয়েব ডিজাইন?

ওয়েব ডিজাইন শেখার কারন:
আমাদের দেশে মূলত লোকজন
‘কোন কাজটা আমি শিখবো’ বা
‘আমি কোন কাজটা পারবো’
এধরনের প্রশ্ন না করে বরং বলে
‘কিভাবে সহজে আয় করবো’ বা
‘এটা শিখে কত টাকা আয় করবো’ ।
যারা আয় কত করবেন বা
রাতারাতি কিভাবে আয় করবেন
এইসব চিন্তা করেন তাদের জন্য
ওয়েব ডিজাইন নয়। যদিও ওয়েব
ডিজাইন আসলে উচ্চ আয়ের
পেশার মধ্যে অন্যতম কিন্তু আপনি
যদি আয়ের কথাটাই মাথায় রেখে
এগুতে চান তাহলে  বলবো
আপনার জন্য ওয়েব ডিজাইন নয়।
ওয়েব ডিজাইন, গ্রাফিক
ডিজাইন বা প্রোগ্রামিং এই
ধরনের পেশা আসলে তাদের জন্য
যারা ক্রিয়েটিভ কিছু করতে চান
এবং নিজের কাজের মধ্যেই
নিজেকে খুজে পেতে চান। ওয়েব
ডিজাইন যেহেতু কোডিং এবং
প্রোগ্রামিং এ ভরপুর আর তাই
প্রোগ্রামিং-এর নেশা ছাড়া
প্রোগ্রামিং করা সম্ভব নয়।
এধরনের কাজ শুধুমাত্র তাদের জন্য
যারা এই কাজের প্রতি আকর্ষণ
বোধ করেন। তবে বাস্তবতা হচ্ছে
শিখে যাওয়ার পর আপনি অন্য
যেকোনো পেশা থেকে এখানেই
ভালো আয় করতে পারবেন।...

জেনে নিন, জাভাস্ক্রিপ্ট/জেকুয়েরি (javascript/jQuery) কি?

জাভাস্ক্রিপ্ট/জেকুয়েরি
(javascript/jQuery): এই
দুটোকে মূলত প্রোগ্রামিং
ল্যাঙ্গুয়েজের কিছুটা
কাছাকাছি ধরা যায়। মূলত
দু,টি জিনিসের কাজ একই
তবে জেকুয়েরি হচ্ছে
জাভাস্ক্রিপ্টেরই একটা রূপ
যা সাইটে জাভাস্ক্রিপ্ট
ব্যবহারকে অনেকটাই সহজ
করে। আর এগুলোর কাজ হচ্ছে
সাইটটা ইন্টারেক্টিভ করা।
অর্থাৎ ভিজিটর একটা বাটনে
ক্লিক করলে মেনু ওপেন হবে।
অথবা একটা ফর্ম সাবমিট
করলে কনফার্মেশন মেসেজ
দেখাবে ইত্যাদি।...

জেনে নি, সিএসএস (CSS) কি?..

সিএসএস (CSS): CSS একটা
মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটি
নির্ধারণ করে দেয় ব্রাউজারের
যেই কন্টেন্ট HTML দ্বারা
প্রদর্শিত হবে সেটা দেখতে
কেমন হবে।

অর্থাৎ লেখাটার
ফন্ট কত বড় হবে। পাশে কতটুকু
জায়গা খালি থাকবে। একটা
লেখা থেকে আরেকটার দূরত্ব
কতটুকু হবে, এটির রঙ কি হবে
বেকগ্রাউন্ড কি হবে ইত্যাদি।
এমনকি সর্বশেষ CSS3 দিয়ে
কন্টেন্টে এনিমেশন ও যুক্ত
করা যায়।...

জেনে নিন, এইচটিএমএল (HTML) কি?..

এইচটিএমএল (HTML): HTML
একটি মার্কআপ ভাষা।
ব্রাউজার কোন একটা
সাইটের ভিউয়ার যা দেখতে
পায় তা এইচটিএমএল দিয়ে
নির্ধারণ করা হয়ে থাকে।
এটি কোন প্রোগ্রামিং
ল্যাঙ্গুয়েজ নয়, বরং
যেকোনো প্রোগ্রামিং
থেকে অনেক সহজ। এটা
এতটাই সহজ যে যেকোনো
সাধারন মানুষ যে
প্রোগ্রামিং শিখতে চায় না,
সেও সহজেই HTML
শিখে নিতে পারে।

বর্তমানে এস ই ও 'SEO' এর গুরুত্ব ও চাহিদা..

Online জগতে বর্তমানে এস ই ও 'SEO' এর গুরুত্ব
অপরিসীম। এর চাহিদাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে, তাই
যাদের SEO এর উপরে অভিজ্ঞতা আছে তাদের
online এ আয়ের যথেষ্ট সম্ভাবনা ও সুযোগ রয়েছে।

ইতিপূর্বে আমাদের incomes24.blogspot.com
এই সাইটে SEO এর ব্যাপারে বিভিন্ন পর্বে ব্যাপক
আলোচনা করা হয়েছে তাই আজ এই পর্যন্ত...

Wednesday, March 1, 2017

জেনে নিন,..কি -ওয়ার্ড (Keyword ) কি?..SEO..[পর্ব:৪]

কি -ওয়ার্ড (Keyword ) কি?

উত্তর: কি -ওয়ার্ড হলো আমরা
যখন Google বা Yahoo বা অন্য সার্চ
ইঞ্জিন এ বিভিন্ন ওয়ার্ড বা লাইন
লিখে সার্চ দেই যেমন-Free
Movies,Hollywood Movies ইত্যাদি।
এই প্রতিটি লাইন বা শব্দ হলো এক
একটি কি-ওয়ার্ড।

কি-ওয়ার্ড কিভাবে কাজ করে ?
ধরেন আপনার একটি ওয়েব সাইট বা
ব্লগ সাইট আছে Software এর উপর
তাহলে এথন ভিজিটর এই সাইট এ
যেতে অবশ্যই লিখবে না free
Movies তারা লখবে Software ,free
software ইত্যাদি। এই রকম হাজারো
ওয়েব সাইট আছেSoftware এর উপর।
তাই এই কি-ওয়ার্ড এর উপর এস.ই.ও
করা খুবই কষ্টের কাজ। এখন
আপনাকে Software এর উপর এমন
একটি কি-ওয়ার্ড (Keyword ) নির্বাচন 
করতে হবে যার প্রতিযোগী কম এবং
ভিজিটর বেশি। এই পদ্ধতি কে 
কি-ওয়ার্ড (Keyword ) রিসার্স বলে।.....


এ বিষয়ে আরো জানতে
সাথেই থাকুন!!!
...

জেনে নিন, আপনি কেন সার্চ ইঞ্জিন অপটিমাইজ 'SEO'করবেন?..[পর্ব:৩]

প্রশ্ন হল আপনি কেন সার্চ
ইঞ্জিন অপটিমাইজ করবেন?

হ্যা, আপনি এস ই ও 'SEO' না করলে
আপনার সাইট সম্পর্কে মানূষ জানতে
পারবেনা। আর ভিজিটর ছাড়া কোন
সাইট চালানো যায় না। তাহলে
লাভ কি এতো কষ্ট করে সাইট
তৈরি করে?

সুতরাং সকলের কাছে পৌছানোর
জন্যই SEO করা হয় বা  সার্চ 
ইঞ্জিন অপটিমাইজ করা হয়।...


এখনি জেনে নিন! এস ই ও SEO কত প্রকার ও কি কি? এবং এর কাজ সমূহ..[পর্ব:২]

SEO কত প্রকার ও কি কি?

উত্তর: এস.ই.ও প্রধানত দুই প্রকার।
১.On Page Optimization:
অন পেইজ অপটিমাইজেশন হচ্ছে
এমন একটি পদ্ধতি যার মাধ্যমে
একটি সাইটকে সহজেই সার্চ
ইঞ্জিনের প্রথম পৃষ্ঠায় নিয়ে
আসা সম্ভব। এর জন্য  অবশ্যই ত্তয়েব
সাইট ডিজাইন এবং ডেভলপমেন্টের
উপর কিছু হলেত্ত ধারণা থাকতে
হবে। HTML code, Meta tags,
Keyword ইত্যাদির সাহায্যে
একটি সাইটকে সহজেই সার্চ
ইঞ্জিন বান্ধব করে তোলা যায়।যে
সাইট যত সমৃদ্ধ হবে সেটি সার্চ
করতে গেলে প্রথম দিকে থাকবে।

২.Off Page Optimization:
অনপেইজ এর পাশাপাশি একটি
সাইটকে সার্চ ইঞ্জিনের ভালো
অবষ্থান ধরে রাখতে গেলে অবশ্যই
অফ পেইজ অপটিমাইজেন করতে
হবে। অনপেইজ এর মাধ্যমে সার্চ
ইঞ্জিন থেকে যে সকল সুযোগ-
সুবিধা গ্রহণ করতে পারা যায় না
অফ পেইজের মাধ্যমে অনেকাংশে
সফলতা অর্জন করা সম্ভবপর হয়।
কেননা অন লাইন অপটিমাইজেশনে
অনেক প্রতিযোগী। তবে যদি কেউ
এটি কে পরিপূর্ণ ভাবে কাজে
লাগাতে সক্ষম হয় তবে অবশ্যই
সফলতা আসবে। এই পদ্ধতিতে অকে
ভিজিটর পাওয়া সম্ভব এবং এর
ফলে সাইট এর অবস্থান ও ভালো
থকবে। Forum Posting, Article
Submit, Backlink Submit করা
ইত্যাদি অফ পেইজ অপটিমাইজেশন।

এখনি জেনে নিন! এস.ই.ও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন(SEO) কি ? এবং এর গুরুত্ব কি? [পর্ব:১]

এস.ই.ও বা সার্চ ইঞ্জিন
অপটিমাইজেশন(SEO) কি ?

উত্তর: আমরা প্রতিদিন ইন্টারনেট এ
অনেক বিষয় জানার জন্য গুগল এ
সার্চ করে থাকি যেমন-কোন
বই,গান,মুভি ইত্যাদি। তখন গুগল
আনেক গুলো রেজাল্ট দেখাই যেমন
ইমেজ/ভিডিও/পিডিএফ/ডকুমেন্ট
ইত্যাদি ওয়েব সাইট চলে আসে।
আমরা সাধারণত প্রথমের সাইট
গুলো ভিজিট করে থাকি। কিন্তু
গুগল এ আরো অনেক সাইট দেখাই
এবং প্রতিদিন আরো হাজারো নতুন
সাইট তৈরি হচ্ছে। এ ক্ষেত্রে
আমরা কোন সাইট বেছে নেব? সার্চ
ইঞ্জিন গুলোর তথ্য আর উপাত্তের
দিক দিয়ে সমৃদ্ধ সাইট গুলোকেই
অগ্রাধিকার দিয়ে থাকে। এই
সুযোগ সুবিধা গুলো পাওয়ার জন্য
সাইটটি বিভিন্ন পদ্ধতি অবলম্বন
করে ফলে সার্চ ইঞ্জিনের প্রথমে
আনা প্রয়োজন। এর ফলে অনেক
ভিজিটর পাওয়া সম্ভব। সার্চ
ইঞ্জিনে একটি সাইটকে
অন্তরর্ভূক্ত করে সারা বিশ্বে
ব্যবহারকারীদের সামনে একটি
সাইটকে পরিচিত করার
পদ্ধতিকে এস.ই.ও বা সার্চ ইঞ্জিন
অপটিমাইজেশন
(SEO / Search  Engine
Optimization)বলে। গুগল বা ইয়াহুতে
সাইট সাবমিট করেই কোন সাইটকে
প্রথম পৃষ্ঠায় আনা সম্ভব নয়।
এজন্য এস.ই.ও বা সার্চ ইঞ্জিন
অপটিমাইজেশন সম্পর্ক্যে
বিস্তারিত ধারণা ও তার প্রয়োগ
জানতে হবে।

[online earning এ SEO তে দক্ষতা 
সম্পন্ন ব্যক্তির গুরুত্ব অনেক]