Wednesday, May 31, 2017

বিটকয়েন (Bitcoin) আয় (earn) করে কিভাবে..জেনে নিন

বিটকয়েন আয়ঃ

বিভিন্ন ভাবে বিটকয়েন আয় করা যায় ।
আজ আমরা শিখব বিভিন্ন সাইট থেকে
ফ্রি বিটকয়েন আয় করা । এই সাইট
গুলার সুবিধা হচ্ছে প্রতিঘন্টায় সুধু
কাপচা ইনপুট করে আয় করা যায় ।
তাছারা (MULTYPLY BTC)  তো আছেই ।
প্রথমে একটি সাইট দিয়ে শুরু করি। এই
সাইটে অ্যাকাউন্ট খোলার
জন্য "এখানে" ক্লিক করুন।বিটকয়েন আড্রেস
ও মেইল দিয়ে অ্যাকাউন্ট খুলে
ভেরিফাই করে লগ ইন করুন। আপনাকে হোম
পেইজেই একটি কেপচা দেখাবে। এটি পুরন
করতে হবে।
দেখে দেখে পুরন করে ROLL এ ক্লিক
করলে আপনার অ্যাকাউন্ট
এ 0.00000338 BTC থেকে 0.33783784
একটি সংখ্যা যুক্ত হবে। এটি লাকি
নাম্বার এর উপর নির্ভর করবে।
রোল করার পরে ০০৭২৭
উঠলে। এটি ০ থেকে ৯৮৮৫ এর মধ্যে
হওয়ার কারনে আপনি  তালিকা
অনুযায়ী একটা এ্যামাউন্ট পাবেন
যেমন 0.00000338 BTC বা তার
চেয়ে অধিক।
এরপরই একটি টাইমার এ সময় উঠতে
থাকবে। ঠিক ১ ঘণ্টা পরে আপনি আবার
রোল করতে পারবেন। এমাউন্টটি খুব
সামান্য। তবে নতুনদের জন্য
একেবারে খারাপ না।

No comments:

Post a Comment