Wednesday, May 31, 2017

বিভিন্ন ধরনের online work পদ্ধতি সম্পর্কে জেনে নিন..

Online এ বিভিন্ন ধরনের কাজ বা work
পদ্ধতি রয়েছে। যেমন:
1. Web design.
2. Web development.
3. Social marking.
4. Affiliate.
5. PTC.
6. BTC.
7. PPC.
8. PPD.
9. PPU.
10. CPA marking etc.

ডাটাএন্ট্রি (Data Entry) এর কাজ করে ঘরে বসে online এ আয় (Earn) করুন..

Online এ অনেক ধরনের ডাটাএন্ট্রির 
কাজ রয়েছে।ডাটাএন্ট্রির কাজগুলো 
বিভিন্ন বিষয়ের উপরে বিভিন্ন ধরনের 
হয়ে থাকে।
সাধারনত এটা একটা সহজ সরল কাজ।

আজ দেখাবো কিভাবে খুব সহজে
ঘরে বসে ডাটাএন্ট্রির (Data Entry)
এর কাজ করে আয় করা যায়।

১. প্রথমে 2ক্যাপচা ডট কম এ
sign up করুন।অর্থাৎ email,
username,password ইত্যাদি
দিয়ে একটা worker account 
খুলুন।

২. Email ভেরিফাই  করুন।

৩. Log in/sign in করুন।এবং
start work এ ক্লিক করুনন।

৪. ক্যাপচা পুরন করে 'enter'
ক্লিক করুন আর আয় করুন।

এভাবে যতো ক্যাপচা পুরন করবেন
আপনার ততো আয় হবে।

৫. এখানে payment payza বা
Bitcoin এ নেওয়া যায়। এবং তা
থেকে পরে ব্যাংকে টাকা নেওয়া যায়।

ফেসবুক লাইক , শেয়ার , টুইটার,ফলো টুইট ইত্যাদি সহজ কাজগুলো করে অনলাইনে আয় করুন

ফেসবুক লাইক , শেয়ার , টুইটার টুইট করে
অনলাইনে আয় করা যায়  ফ্রী তে এরকম
টিপস দিলাম:

এখানে দেখাব কি ভাবে ফেসবুক
লাইক এবং টুইটার ফলো থেকে আয় করা
যায়। অনেকের মনে প্রশ্ন আসতে পারে
আসলে কি ফেসবুক লাইক এবং টুইটার ফলো করে
আয় করা যায়? আমি বলব, হ্যাঁ
করা যায় ।অনলাইনে এধরনের অনেক সাইট আছে
যেখানে এধরনের কাজ পাওয়া যায়।

চলুন শুরু করা যাক, প্রথমে লাইকপ্লান্টস
ডট কম এ যান এবং সেখানে sign up এ
ক্লিক করুন ও username , password, email , referral
এর বক্স এবং captcha number
দিয়ে register বাটনে কিল্ক করুন । তারপর
আপনার ইমেইল একটি confirmation link
আসবে এই লিংক কিল্ক username এবং
password দিয়ে লাইকপেন্টস একাউন্ট login
করেন।
Likesplanet এর সাথে facebook যুক্ত করার
নিয়ম
প্রথমে আপনার ফেসবুক একাউন্ট account
login করুন। তারপর account setting > General>
username এ https://www.facebook.com/
xxxx.xxxx অর্থাৎ fb/ এর পরের অংশ এই
username টা আপনি আপনার fb নাম কিল্ক
করে পেতে পারেন। fb username টি copy
করুন তারপর new tab এ likeplanet login করুন
Earn Point/Money > Facebook > Photo/Post/
video Album Like > Make sure অথবা সরাসরি
এই link এ কিল্ক করে http://likesplanet.com/
fbphotosusername.php আপনার facebook
username set করে নিতে পারেন।

কি ভাবে আয় করব?
উত্তর: এখন আপনার ফেসবুক এবং likesplanet login
করুন । EARN POINTS/MONEY তে মাউস
পয়েন্ট রাখুন তারপর facebook> page likes এ
কিল্ক করুন ।এবং like করুন এবং পয়েন্ট আয় করুন।like
করার সময় অবশ্যই ফেসবুক একাউন্ট লগইন
থাকতে হবে। ৫০০০ পয়েন্ট হলে ১ ডলার।
এখানে facebook
like,share,follow,comment,twitter follow,
youtube likes ,dislikes,play,google
votes,linkedin shares,website traffic,paid to
jobs এর কাজ করে আয় যায়।


কি ভাবে ডলার উত্তোলন করব ?
উত্তর: এখানে মাত্র ২ ডলার হলেই cashout option
এ payza,paypal অথবা okpay এর মাধ্যমে
ডলার উত্তোলন করতে পারবেন।



সর্তকতা:
likesplanet এ কখনো একটা পিসি থেকে
একটার বেশি একাউন্ট খুলবেন না।তাহলে
সবগুলো একাউন্ট ব্লক করে দিবে।

কিভাবে পেইজা (Payza) তে একাউন্ট খুলতে হয় এবং টাকা তুলতে হয় জেনে নিন/How To Open Payza Account

কিভাবে পেইজা (Payza) তে
একাউন্ট খুলবেন এবং টাকা
তুলবেন-- How To Open Payza
Account :

এলার্টপে (AlertPay) অনলাইনে টাকা
পাঠানো এবং রিসিভ করার নিরাপদ
মাধ্যম। এলার্টপে বর্তমানে নাম পরিবর্তন
করে পেইজা (Payza) রেখেছে।

যাই হোক এখন আপনাদের কিভাবে
একাউন্ট খুলতে হয় এবং টাকা উঠাতে হয়
সে ব্যাপারে বলবোঃ  . . .
প্রথমে payza.com থেকে ফ্রী Sign Up করুন ।
Payza  তে বেশ কয়েক ধরনের একাউন্ট আছে।
আপনি Personal Pro একাউন্ট Select করে সাইন
আপ করুন। সাইন আপ শেষ হলে আপনাকে
একটি ইমেইল পাঠাবে পেইজা (Payza)
থেকে। আপনি আপনার ইমেইল একাউন্টে
লগ ইন করে পেইজা (Payza) থেকে
পাঠানো লিংকটিতে ক্লিক করে ইমেইল
Verify করুন। (যদি লিংকে সরাসরি ঢুকতে
না চায় তাহলে লিংকটি কপি করে
ব্রাউজারের এড্রেস বারে পেষ্ট করে
Enter করুন।)

ইমেইল Verify হয়ে গেলে পেইজাতে লগ ইন
করুন তারপর একাউন্টের ডান পাশে  উপরে
My Profileঅপশনথেকে Email Addresses
অপশনটি ক্লিক করুন। যে পেইজ আসবে
সেখানে আপনার ইমেইলের পাশে
Validated কথাটা লিখা থাকবে।
এবার আপনার কাজ হলো ব্যাংক
একাউন্ট Add করে Verify করা।
এজন্য বামপাশের My Payza Account
অপশনে যান তারপর My Bank Account
অপশনে ঢুকে, আপনার প্রয়োজনীয় তথ্য
পূরন করে, ও National ID এবং Bank
Statement এর কাগজ স্ক্যান করে আপলোড
করুন। (যে শাখায় আপনার একাউন্ট আছে
সেখান থেকে Bank Statement সংগ্রহ
করুন)।এরপর Confirm করুন। Bank Account
Validate হতে ৩/৪ দিন লাগতে পারে। ৩/৪
দিন পর Payza থেকে আপনাকে ইমেইল
করে Validation এর ব্যাপারে জানানো
হবে। Bank Account Validate হয়ে গেলেই
আপনি পেইজা থেকে নির্ধারিত ফি বাবদ ব্যাংকে
টাকা তুলতে পারবেন।

খুব সহজেই Facebook,Twitter,Youtube এর মাধ্যমে আয় করুন

Facebook এ বসে শুধু সময় নষ্ট করবেন?
নাকি আপনার Facebook, Twitter
একাউন্টের মাধ্যমে কিছু Euro ইনকাম
করবেন?
হ্যাঁ. এখন আপনি চাইলে আপনার Facebook,
Twitter ওএকাউন্টের মাধ্যমে
কিছু Euro আয় করতে পারবেন। আপনাকে
আজ এমন একটি সাইটের সাথে পরিচয়
করিয়ে দিব যার মাধ্যমে আপনি এই ইউরো
আয় করতে পারবেন। এটি একটি ইউরোপিয়
সাইট । সেজন্য এই সাইটে কাজ করলে এরা
আপনাকে Doller এর বদলে Euro দেবে ।

সাইটটির নাম হচ্ছে Fanslave .
শুধুমাত্র Like & Follow এবং Youtube এর
ভিডিও দেখে আপনি দিনে ২০ মিনিটের
চেয়ে কম কাজ করে .50 ইউরো আয় করতে
পারবেন। আপনি ১৫ ইউরো হলেই PayPal বা
Alertpay এর মাধ্যমে Pay out করতে
পারবেন। আর আপনারা জানেন যে, ১
ইউরো সমান ১০৬ টাকা।

অনলাইনে ফ্যানস্লাবে কাজ করতে কি
কি লাগবেঃ
১। একটি ফেসবুক (facebook) আইডি
যাহাতে কমপক্ষে ৫ জন ফ্রেন্ড এ্যাড
থাকতে হবে।
২। একটি টুইটার (twitter) আইডি যাহাতে
কমপক্ষে ৫ জন ফলোয়ার যুক্ত থাকতে
হবে।

কি কি উপায়ে ইনকাম করা যায়ঃ
১। ফেসবুকের ফ্যান পেইজ লাইক করে
২। টুইটারে অন্যান্য আইডি ফলো করে
৩। লিংক ক্লিক করে ওয়েব সাইট ব্রাউজ
করে
৪। ইউটিউবের ভিডিও দেখে
ইত্যাদি।

সতর্কতাঃ
* একটি পিসি থেকে ফ্যানস্লাবে একটির
বেশী এ্যাকাউন্ট রেজিষ্ট্রেশন করা
যাবে না
.
তবে আর দেরি কেন? আজই Register করে
আয় শুরু করে দিন।

রেজিস্ট্রেশন পদ্ধতি:
প্রথমে '"'এখানে ""ক্লিক করে রেজিস্ট্রেশন
করুন।

রেজিস্ট্রেশনের পর নিচের ধাপ
গুলো অনুসরন করুন:-

১ম ধাপ:
রেজিস্ট্রেশন করার পর আপনার Facebook
এবং Twitter একাউন্টের সাথে Connect
করুন।
*একই ভাবে আপনি Account Overview পৃষ্টা
থেকে Twitter-এ অনুসরন করতে পারেন।
*আপনার একাউন্টটি সঠিকভাবে কানেক্ট
করুন।

*এখন আপনার রেজিস্ট্রেশন পুরোপুরি শেষ
হল। এবার আপনি আয় করার জন্য প্রস্তুত।

যেভাবে আয় করবেন:
প্রথমে Fanslave এ আপনার Username ও
Password দিয়ে Login করুন। তারপর, Your
Account মেনু থেকে Facebook Overview
অথবা Twitter overview তে ক্লিক করুন।
দেখুন-
তারপর একটি পেজ আসবে।
সেখানে ক্লিক করে
ওপেন করে Like বা Follow করুন। সবগুলো
পেজ Like বা Follow করা হয়ে গেলে
Upbate বাটনে ক্লিক করুন।
**মনে রাখবেন Upbate বাটনে ক্লিক না
করলে কিন্তু আপনার একাউন্টে Cash জমা
হবে না। নিচের চিত্রটি দেখুন-
Update দেয়ার পর দেখবেন আপনার
একাউন্টে Cash জমা হয়ে গেছে।
*এভাবে প্রতিদিন ২-৩ বার একাউন্টে ঢুকে
পেজ লাইক করবেন।

চাইলে এখনি রেজিস্ট্রেশন করে আয় শুরু করে
দিতে পারেন।
"এখানে" ক্লিক করে রেজিস্ট্রেশন করুন।

Fanslave থেকে অন্যান্য সুযোগ সুবিধা:
এখান থেকে আপনি উপার্জন ছাড়াও
অন্যান্য সুযোগ-সুবিধা পেতে পারেন।
যেমন- আপনার যদি একটি ফেসবুক ফ্যান
পেজ থাকে তাহলে আপনি কিছু
ক্রেডিটের বিনিময়ে আপনার পেজের
লাইক বাড়িয়ে নিতে পারেন। তেমনি
টুইটার এ্যাকাউন্ট থাকলে তার ফলোয়ার
সংখ্যা বৃদ্ধি করতে পারেন। এছাড়াও
রয়েছে অন্যান্য সুযোগ-সুবিধা। যা আপনি
তাদের সাইট ভিসিট করলেই জানতে
পারবেন।

Fanslave এর কি লাভ?
উত্তর: আপনি যখন 3 ও 7 credits আয় করেন, এর
জন্য Page এর owner কে 5 ও 10 credits ব্যয়
করতে হয়। Fanslave 2 ও 3 credits করে লাভ
করে।

টাকা উত্তোলনঃ
আপনার একাউন্টে মাত্র ১৫ ইউরো হলেই
আপনি তা Payza(সাবেক Alert pay) অথবা
Paypal এর মাধ্যমে উত্তোলন করতে
পারবেন।

বিটকয়েন (Bitcoin) আয় (earn) করে কিভাবে..জেনে নিন

বিটকয়েন আয়ঃ

বিভিন্ন ভাবে বিটকয়েন আয় করা যায় ।
আজ আমরা শিখব বিভিন্ন সাইট থেকে
ফ্রি বিটকয়েন আয় করা । এই সাইট
গুলার সুবিধা হচ্ছে প্রতিঘন্টায় সুধু
কাপচা ইনপুট করে আয় করা যায় ।
তাছারা (MULTYPLY BTC)  তো আছেই ।
প্রথমে একটি সাইট দিয়ে শুরু করি। এই
সাইটে অ্যাকাউন্ট খোলার
জন্য "এখানে" ক্লিক করুন।বিটকয়েন আড্রেস
ও মেইল দিয়ে অ্যাকাউন্ট খুলে
ভেরিফাই করে লগ ইন করুন। আপনাকে হোম
পেইজেই একটি কেপচা দেখাবে। এটি পুরন
করতে হবে।
দেখে দেখে পুরন করে ROLL এ ক্লিক
করলে আপনার অ্যাকাউন্ট
এ 0.00000338 BTC থেকে 0.33783784
একটি সংখ্যা যুক্ত হবে। এটি লাকি
নাম্বার এর উপর নির্ভর করবে।
রোল করার পরে ০০৭২৭
উঠলে। এটি ০ থেকে ৯৮৮৫ এর মধ্যে
হওয়ার কারনে আপনি  তালিকা
অনুযায়ী একটা এ্যামাউন্ট পাবেন
যেমন 0.00000338 BTC বা তার
চেয়ে অধিক।
এরপরই একটি টাইমার এ সময় উঠতে
থাকবে। ঠিক ১ ঘণ্টা পরে আপনি আবার
রোল করতে পারবেন। এমাউন্টটি খুব
সামান্য। তবে নতুনদের জন্য
একেবারে খারাপ না।

বিটকয়েন এর ক্ষুদ্র একক সমূহ জেনে নিন

বিটকয়েন এর ক্ষুদ্র এককঃ
1 MBTC = 1000000 BTC
1 uBTC = 0.00000 BTC
1 mBTC = 0.001 BTC
1 satoshi = 0.00000001 BTC

(সংগ্রহীত তথ্য)

বিটকয়েন address কি এবং account কিভাবে খোলা হয়..জেনে নিন

আপনাকে প্রথমে একটি বিটকয়েন
অ্যাড্রেস তৈরি করা লাগবে । এই
অ্যাড্রেস সাধারনত ৩৪ Character -এর হয় ।
এই একাউন্ট এই আপনার আয়কৃত সমস্ত
বিটকয়েন জমা হবে এবং এইখান থেকেই
আপনি আপনার ব্যাংকে টাকা পাবেন ।
বিটকয়েন এ অ্যাকাউন্ট খোলার জন্য
এখানে যান-- Coinbase । তারপর আপনার
নাম, পাসওয়ার্ডসহ প্রয়োজনিও তথ্য দিয়ে
সাইন আপ করুন। সাইন আপ শেষে ইমেইল
ভেরিফিকেশন করতে হবে। তারপর আপনার
ইমেইল-পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন। লগ ইন
করে setting থেকে bitcoin address > new
bitcoin address এ ক্লিক করুন।
ছবির মত কাজ করার পর আপনি
“6t4ad8L4h6ku7JxyzSXP9wE7yNexp13pw”
এমন একটা এড্রেস পাবেন। এটা হল
ব্যাংক অ্যাকাউন্ট এর মত। এটা আপনার
পরবর্তী সকল লেনদেনের কাজেই লাগবে।
তাই এড্রেসটা সংগ্রহ করে রাখুন।

বিটকয়েন (Bitcoin) কি..জেনে নিন

(Bitcoin) বিটকয়েন হচ্ছে এক ধরনের সাংকেতিক
মুদ্রা (Virtual Currency).

বর্তমানে এর জনপ্রিয়তা অনেক বৃদ্ধি পেয়েছে।
এটি পেপাল, পাইজা, পারফেক্টমানি এর মত
পেমেন্ট প্রসেসর হিসেবে ব্যাবহার
হচ্ছে।
অনেক গুরুত্বপূর্ণ ওয়েবসাইট, এমনকি
অনেক আন্তর্জাতিক প্রতিষ্ঠানও
বিটকয়েন এ পেমেন্ট করছে।

এবার Like,Follow, share,play, subscribe ইত্যাদির মতো ছোট ছোট কাজ করে earn করুন

এবার facebook page Like, follow, share
করে, twitter/ google+ Follow, share করে ,
youtube play, like, subscribe করে, pinterest
pin, repin, Digg follow, Stumbleupon follow,
like, tumblr share, Vk share বা micro job
করে আয় করুন সহজেই।
Register করুন এখানে click করুন
এবং আপনার Name,Email,password
ইত্যাদি দিয়ে sign up করুন।


এই সাইট এ টাকার
অঙ্ককে Point হিসেবে প্রকাশ করা হয়।
আপনি যত Point earn করবেন আপনার
Level তত বারবে। আপনি কাজও সে
পরিমাণে বেশি পাবেন।

কাজ করবেন কিভাবে:
Earn Coins এর প্রতিটি সেকশন থেকেই
আপনি আয় করতে পারবেন(যদি আপনার সব
কয়টিতে Account থাকে)। সবছেয়ে ভাল
হয় আপনি যদি মযিলা ফায়ারফক্স ব্যবহার
করেন। কাজ শুরু করার পুরবে আপনি যে
একাউন্ট এ কাজ করবেন সেটাতে লগিন
করে নিন।Earn Coins থেকে Fb / twitter বা
যে Option থেকে আয় করতে চান তা
সিলেক্ট করুন। facebook এবং google plus
অপশন এর website like এ কাজ করতে হলে
আপনাকে greasemonky ad-ons টি add
করতে হবে। এরপর
popup window চালু করার জন্য আপনাকে
toolbar এর নিচে ডানপাশ থেকে option এ
always allow popup window from shareyt
সিলেক্ট করতে হবে। facebook এবং google
plus অপশন এর website like এ কাজ করার
সময় আপনি দেখতে পাবেন বামপাশের
নিচের corner এ bookmarklet by shareit
নামে একটি option এসেছে। আপনি যদি
facebook like option এর কাজ করেন তাহলে
bookmarklet by shareyt তে like দিন যদি
confirm korte বলে তাহলে confirm করুন। আর
google plus website এর কাজ করেন তাহলে
bookmarklet by shareyt তে g+1 তে ক্লিক
করুন। অন্নান্য option গুলোতে কাজ করার
সময় যদি like দিতে বলে তাহলে like দিন
যদি share করতে বলে তাহলে share দিন।
page গুলো like, share করে Confirm করুন।
আপনি website surfing এর মাধ্যমেও আয়
করতে পারবেন। প্রতিটি page লাইকের
জন্য আপনি নির্দিষ্ট পরিমান Coin
পাবেন।প্রতিটি page এর সব like, share
শেষ হলে Page টি আবার Refresh করুন
আবার কিছু লিংক দেবে আবার আগের মত
লাইক করুন। এভাবে earn coin এর একটি
সেকশন সম্পুরন করে Earn Coin থেকে অন্য
কোনো Section select করুন। সেখান থেকে
যে কাজ দেবে তা সমাপ্ত করুন তাহলে ওই
কাজের জন্য নির্দিষ্ট Coin আপনার
Account এ জমা হবে।