Sunday, February 26, 2017

ডাটা এন্ট্রি(Data Entry) কি/ডাটা এন্ট্রি কাজ কি?.........জেনে নিন এখনি..

ডাটা এন্ট্রি কাজের পরিচিতি:

তথ্য প্রযুক্তির বিকাশের সাথে সাথে
বিভিন্ন প্রতিষ্ঠানের ডাটা এবং তথ্য
ব্যবস্থাপনা ক্রমবর্ধমান হারে বাড়ছে।
ডাটা  এন্ট্রি (Data Entry) হচ্ছে
কম্পিউটারের মাধ্যমে একটি
নির্দিষ্ট ধরনের ডাটা একটি স্থান বা
প্রোগ্রাম থেকে অন্য আরকটি স্থানে বা
প্রোগ্রামে প্রতিলিপি তৈরি করা।
ডাটাগুলো হতে পারে হাতে লেখা
কোন তথ্যকে কম্পিউটারে টাইপ করা
অথবা কম্পিউটারের কোন একটি
প্রোগ্রামের ডাটা একটি স্প্রেডশীট
ফাইলে সংরক্ষণ করা।
কম্পিউটার ব্যবহারের শুরু থেকেই
ডাটা এন্ট্রির ধারনা চলে এসেছে।
বর্তমানে ইন্টারনেটের কল্যাণে তথ্যের
আদান প্রদান বিস্তৃত হয়েছে, সেই সাথে
বেড়েছে বিভিন্ন ধরনের ডাটাকে
সুবিসন্নস্ত করে এর বহুবিধ ব্যবহার।
তাই দক্ষ ডাটা এন্ট্রি অপারেটরের
রয়েছে ব্যাপক চাহিদা। এধরনের
কাজগুলো একা বা দলগতভাবে সম্পন্ন
করা যায় এবং বেশিরভাগ ক্ষেত্রে
কম্পিউটার এবং ইন্টারনেটের সাধারণ
ব্যবহারের মধ্যে সীমাবদ্ধ থাকে।
ফলে যে কেউ এই ধরনের কাজ করে
ঘরে বসেই বৈদিশিক মুদ্রা আয় করতে
পারে।

No comments:

Post a Comment