Sunday, February 26, 2017

জেনে নিন কোথায় Data Entry এর কাজ পাওয়া যায়..

কোথায় Data Entry এর কাজ পাওয়া 
যাবে :

ডাটা এন্ট্রি এর কাজগুলো সাধারণ
ফ্রিল্যান্স আউটসোর্সিং
মার্কেটপ্লেস সাইটেই পাওয়া যায়।
অনেক ধরনের ওয়েবসাইট রয়েছে যাতে
বলা হয় বিপুল পরিমাণে ডাটা এন্ট্রি
এর কাজ পাওয়া যাবে। কিন্তু ওই
সাইটে রেজিষ্ট্রশন করার জন্য একটি
নির্দিষ্ট ফি দিতে হয়। যেহেতু
রেজিষ্ট্রেশন করার পূর্বে আপনি
জানতে পারছেন না সত্যিই ওই সাইটে
কাজ পাওয়া যায় কি না, তাই এই
ধরনের সাইটে রেজিষ্ট্রেশন করা
থেকে বিরত থাকাই ভাল।

তবে যেসব সাইটে investment
ছাড়াই কাজ করে আয় করা যায়
সেসব সাইটেই চেষ্টা করা উচিত।...


[data entry সম্পর্কিত আরো তথ্য
পেতে www.incomes24.blogspot.com এর সাথেই থাকুন]

ডাটা এন্ট্রি(Data Entry) কি/ডাটা এন্ট্রি কাজ কি?.........জেনে নিন এখনি..

ডাটা এন্ট্রি কাজের পরিচিতি:

তথ্য প্রযুক্তির বিকাশের সাথে সাথে
বিভিন্ন প্রতিষ্ঠানের ডাটা এবং তথ্য
ব্যবস্থাপনা ক্রমবর্ধমান হারে বাড়ছে।
ডাটা  এন্ট্রি (Data Entry) হচ্ছে
কম্পিউটারের মাধ্যমে একটি
নির্দিষ্ট ধরনের ডাটা একটি স্থান বা
প্রোগ্রাম থেকে অন্য আরকটি স্থানে বা
প্রোগ্রামে প্রতিলিপি তৈরি করা।
ডাটাগুলো হতে পারে হাতে লেখা
কোন তথ্যকে কম্পিউটারে টাইপ করা
অথবা কম্পিউটারের কোন একটি
প্রোগ্রামের ডাটা একটি স্প্রেডশীট
ফাইলে সংরক্ষণ করা।
কম্পিউটার ব্যবহারের শুরু থেকেই
ডাটা এন্ট্রির ধারনা চলে এসেছে।
বর্তমানে ইন্টারনেটের কল্যাণে তথ্যের
আদান প্রদান বিস্তৃত হয়েছে, সেই সাথে
বেড়েছে বিভিন্ন ধরনের ডাটাকে
সুবিসন্নস্ত করে এর বহুবিধ ব্যবহার।
তাই দক্ষ ডাটা এন্ট্রি অপারেটরের
রয়েছে ব্যাপক চাহিদা। এধরনের
কাজগুলো একা বা দলগতভাবে সম্পন্ন
করা যায় এবং বেশিরভাগ ক্ষেত্রে
কম্পিউটার এবং ইন্টারনেটের সাধারণ
ব্যবহারের মধ্যে সীমাবদ্ধ থাকে।
ফলে যে কেউ এই ধরনের কাজ করে
ঘরে বসেই বৈদিশিক মুদ্রা আয় করতে
পারে।

যারা Online earning সম্পর্কে তেমন কিছু বুঝেন না, তাদের জন্য সহজ-সরল কাজ হলো PTC WORK ....বিস্তারিত জানতে ক্লিক করুন..

clixsence থেকে মাসে $1 থেকে $70+ আয় করুন খুব সহজেই।
এখানে সাধারনত প্রতিদিন(mini job,survey,offers etc..)সহ
ad দেখে আয় করতে হয়।
Free join করতে এখানে "ক্লিক" করুন...
এখানে join করলে দৈনিক ০.০০১$ এর  ৪২-৫৮+টা এড গ্রান্টেড,
আর ০.০১$ এর ১-২ এড পাওয়া যায়। আশা করি এই সাইটের
ব্যাপারে বেশি কিছু বলার দরকার নেই।কারণ সবাই জানেন যে
clixsence is the mother of ptc.সবাই আরো জানেন যে এটা
ptc এর সর্বোপ্রথম site. এই লিংক→ http://csl.ink/1x8i থেকে


এই সাইটে নিয়ম মেনে কাজ করলে কয়েক বার cash out করার
পরে এবং কয়েক মাস কাজ করার পর থেকেই আশাকরি আপনিও
প্রতি মাসে 70$+আয় করবেন। আর যারা রাতারাতি বড়লোক হতে
চান,তাদের join না করাই ভালো। শুধু ধৈর্য ধরে কাজ করে আয় করতে
চাইলে join করুন!
কারন এখানে আয় অনেক ধীর গতিতে হয়...

Online income বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিন...

কিছু Online Income বিষয়ক তথ্য:

১. Online জগতে হাজার হাজার earning site রয়েছে।
এবং হাজার হাজার earning পদ্ধতি রয়েছে। এবং
এদের মধ্যে অজস্র site রয়েছে যেখানে বিনা টাকায় বা
without investment এ কাজ করে টাকা আয় করা
যায়। এবং একজন ব্যাক্তি একাধিক site এ join করে
টাকা আয় করতে পারে।

২. Online থেকে টাকা আয় করে হাতে পাওয়ার বা
cashout করার সবচেয়ে ভালো মাধ্যম গুলো হলো
payza, paypal, bank, post office ইত্যাদি।
তবে বর্তমানে bkash, DBBL ইত্যাদিতেও অনেক site
সরাসরি payment দেয়।

৩. এবং payza থেকে bank, mobile bank ইত্যাদিতে
cashout করা যায়।

৪. এবং বর্তমানে প্রতি ডলার বা ১$ = ৭৮ থেকে ৮২ টাকা।


[এই ধরনের তথ্য জানতে  www.incomes24.blogspot.com
এর সাথেই থাকুন]

URL Shorting Work (সহজ-সরল একটা Online earning পদ্ধতি)

URL Shorting Work:
সাধারনত online জগতে url বা link shorting work হলো
online এ সহজে ও স্বল্প সময় ব্যয় করে আয় করার কাজ
গুলোর মধ্যে অন্যতম একটা পদ্ধতি।  এখানে প্রতিদিন স্বল্প
সময় ব্যয় করে প্রতিমাসে
5$ থেকে 20$+ (বাংলাদেশি ৪০০ থেকে ১৬০০+ টাকা) আয়
করা সম্ভব। এক্ষেত্রে অনেক site রয়েছে।
এ্যাডফ্লাই, লিংকসেয়্যরিংক ইত্যাদি site গুলো তার মধ্যে
বেশ জনপ্রিয়। 
এখানে ফ্রি বা  without investment এ যেকোনো বয়সের যে 
কেউ কাজ করতে পারে। কাজ করার জন্য 
free account sign up করতে হয়।


এবং এই ধরনের Online Earning এর বিভিন্ন তথ্য জানতে
www.incomes24.blogspot.com এর সাথেই থাকুন।